Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

নিকো পাজকে ফেরাচ্ছে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ মানেই ইতিহাস, গৌরব আর পরবর্তী মৌসুমের জন্য চমকপ্রদ পরিকল্পনা। সেই পরিকল্পনার কেন্দ্রে এবার রয়েছেন এক তরুণ। সেই উজ্জ্বল সম্ভাবনার নাম নিকো পাজ।

সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন অধ্যায় শুরু হচ্ছে শীঘ্রই। কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাবি আলোনসো। রিয়ালের সাবেক এই মধ্যমাঠ জেনারেলের কোচিং দর্শন মানেই নতুন কিছু মুখ, নতুন কিছু মেধার আগমন। আর সেই সম্ভাব্য আগন্তুকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম নিকো পাজ; একজন আর্জেন্টাইন, মাদ্রিদ একাডেমির গ্রাজুয়েট, আবার ফিরে আসছেন আপন ঠিকানায়।

নিকো পাজের পরিচয় শুধু এই নয় যে তিনি রিয়াল মাদ্রিদেরই একাডেমি-উৎপন্ন প্রতিভা। তার রক্তেই বইছে ফুটবলের ধারা, ১৯৯৮ বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাজ তার বাবা। ফুটবলের হাতেখড়ি স্পেনের সিডি সান হুয়ানে, পরে টেনেরিফে এবং সেখান থেকে সরাসরি ২০১৬ সালে রিয়ালের যুব দলে।

২০২২ সালে রিয়ালের ‘বি’ দলে অভিষেক, পরের বছরই মূল দলে সুযোগ পান। কিন্তু ২০২৪ সালে ইতালির কোমো ক্লাব ৬০ লাখ ইউরো দিয়ে দলে নেয় তাকে। তবে রিয়াল চতুরতার সঙ্গে চুক্তিতে রেখেছিল ‘বাই-ব্যাক’ ক্লজ, ৯০ লাখ ইউরো দিলেই পাজকে ফিরিয়ে আনা যাবে।

এখন স্প্যানিশ রেডিও ‘কাদেনা কোপ’ নিশ্চিত করেছে, আলোনসো সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। কোমোর হয়ে সিরি ‘আ’তে নজরকাড়া পারফরম্যান্সের পর রিয়াল আবার তাকে ফিরিয়ে আনার কথা ভাবছে, বিশেষ করে ক্লাব বিশ্বকাপের আগে দলকে চাঙ্গা করতে।

মাত্র ২০ বছর বয়স, অথচ ইতিমধ্যেই খেলেছেন সাবেক স্প্যানিশ তারকা সেস্ক ফাব্রেগাসের অধীনে। কোমোর মধ্যমাঠে বল পায়ে যে আত্মবিশ্বাস আর দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছেন, তাতেই মুগ্ধ রিয়াল বোর্ড।

নিকো পাজের ফেরা কি রিয়ালের ভবিষ্যৎ গড়ার নতুন অধ্যায় হয়ে উঠবে? বার্নাব্যুর দর্শকেরা নিশ্চয়ই সেই গল্প দেখার জন্য প্রস্তুত।

সম্পর্কিত খবর :

;