জবাবদিহিতার সরকার ছাড়া সংস্কার কার্যকর হয় না : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১৬ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় ঐক্যের মাধ্যমে ৫ আগস্ট ছাত্র-জনতা বিজয়ী হয়েছে। মানুষের কাছে জবাবদিহিতার সরকার ছাড়া কোন সংস্কারই কার্যকর হয় না। আগামী দিনে গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশের জন্য সঙ্কট তত ঘণীভূত হবে। রাজনীতিবিদদের আরো সহনশীল হতে হবে। তাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এসময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, দেশের সমৃদ্ধির স্বার্থে মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।