Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের রায় ৪ সেপ্টেম্বর

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ৪ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই তারিখ ঘোষণা করেন। এর আগে বুধবার সকাল পৌনে ১০টায় মামলার শুনানি শুরু হয়।

আসামিপক্ষের হয়ে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ একাধিক আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন। হাইকোর্টের রায়ে বলা হয়, মামলার চার্জশিট আইনি প্রক্রিয়ায় গ্রহণযোগ্য ছিল না এবং বিচার কার্যক্রম অবৈধভাবে সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপক্ষ ওই খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে। গত ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিলে মামলাটি চূড়ান্ত শুনানির জন্য আসে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী আহত হন।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করে। এতে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরী, কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।


সম্পর্কিত খবর :

;