নারায়ণগঞ্জে সজল হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী

সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে, ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।
আজ বুধবার (১৮ জুন) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন কাদির এই আদেশ দেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সজল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তবে আদালত তা খারিজ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন সেলিনা হায়াৎ আইভী।
এদিকে আইভীর আইনজীবীরা জামিন আবেদন উপস্থাপন করলেও রাষ্ট্রপক্ষ তা প্রত্যাখ্যানের পক্ষে যুক্তি তুলে ধরে। আদালত সবপক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
সজল হত্যা মামলা ছাড়াও আইভীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।