রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে কক্সবাজারে তিন দিনব্যাপী সম্মেলন

রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে উপস্থাপন করতে কক্সবাজারে তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। আগামী ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই সম্মেলন, যেখানে ২৫ আগস্ট যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা সরাসরি আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি প্রতিনিধিদের সামনে নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরতে পারবেন।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবেই তিনটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমটি অনুষ্ঠিত হবে কক্সবাজারে, এরপর চলতি বছরের মধ্যে নিউইয়র্ক ও দোহায় আরও দুটি সম্মেলন হবে। এর মধ্যে সবচেয়ে বড় সম্মেলনটি আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
কক্সবাজার সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধি, ৪০টি দেশের কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিদেশি প্রতিনিধিরা অংশ নেবেন। ২৪ আগস্ট রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। তিন দিনের এ সম্মেলনে নিরাপদ প্রত্যাবাসন ও তহবিল সংগ্রহের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ উপস্থাপন করা হবে।
রাখাইন রাজ্যে পরিকল্পিত সহিংসতা ও নিপীড়নের কারণে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।