ভূমিকম্পের’ জোরালো আঘাতে ৩-৩ গোলে ড্র মেসির ইন্টার মায়ামির

ছবি: এক্স/ টুইটার
ইন্টার মায়ামির খেলা মানেই যেনো চোখ মেসির উপর। তবে বুধবার সান হোসে ‘আর্থকোয়েকস’ এর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে লিও ছিলেন নিষ্প্রভ। ৬ গোলের উত্তেজনাপূর্ণ ম্যাচে লাইমলাইটের কিছুটা আড়ালেই ছিলেন আর্জেন্টাইন জাদুকর।
ম্যাচের শুরু থেকেই গোলের উচ্ছাসে ভাসে পেয়পাল পার্কের ১৮ হাজার দর্শক। প্রথম মিনিটেই মায়ামিকে এগিয়ে নেয় ম্যাক্সিমিলিয়ানো ফালকন। দুই মিনিট পরেই ক্রিশ্চিয়ান আরাংগোর গোলে সমতায় ফেরে আর্থকোয়েকস।
প্রথমার্ধে মায়ামির গোলে আক্ষরিক অর্থেই আর্থকোয়েকসের ভূমিকম্প আঘাত হানে আরো দুই বার। ৩৮ মিনিটে বাউ লেরক্স এবং ৪৫ মিনিটে ইয়ান হার্কেস গোল পায়। যদিও এর এক মিনিটেই অভিজ্ঞ জর্ডি আলবার এসিস্টে মায়ামির দ্বিতীয় গোলটি করেন তাদেও আলেন্দে।
৫৫ মিনিটে আলেন্দে আরেকটি গোল করে সমতায় ফেরালেও ম্যাচে আর লিড নিতে পারেনি ইন্টার মায়ামি। তবে শেষ মুহূর্তে মেসির পায়ে জয়ের সুযোগ এলেও তা রুখে দেন সান হোসের গোলরক্ষক ড্যানিএল ডি সুজা।
শেষ মুহুর্তে ডি-বক্সের বাহিরে মেসিকে ফাউল করা হলেও রেফারি তাতে সাড়া না দেওয়ায় ম্যাচ শেষে রেফারির সাথে তর্কে জড়িয়ে যান এই ফরওয়ার্ড। যার ফল হিসেবে তাকে দেখতে হয় হলুদ কার্ড। তবে তাকে শান্ত করতে এগিয়ে যেতে হয় প্রতিপক্ষ সান হোসের কোচ ব্রুস এরেনার।
ব্রুস বলেন, “স্বাভাবিকভাবেই সেই খুশি ছিলো না, কিন্তু আমি নিশ্চিত করতে চেয়েছিলাম সে যেনো লাল কার্ড না পায়।”
তিনি আরো জানান, “আমি শুধু তাকে ওখান থেকে সরিয়ে আনার চেষ্টা করছিলাম। কারণ যদি সে ম্যাচের পর লাল কার্ড পায় সেটা খুবই হাস্যকর হতো!।”