মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ষোলঘর ছাত্রী ছাউনির সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৪)। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহত অপর যাত্রীর নাম রবিন হোসেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিন উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অপর দুইজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।