Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

নাইট উপাধিতে ভূষিত হচ্ছেন ডেভিড বেকহ্যাম

ইংল্যান্ড অধিনায়ক ও ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম আগামী সপ্তাহে নাইটহুড উপাধিতে ভূষিত হচ্ছেন। রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে ঘোষিত কিং চার্লস বার্থডে অনার্স অনুষ্ঠানে তাকে এই উপাধি দেওয়া হবে।

৫০ বছর বয়সী বেকহ্যাম ২০০৩ সালে ব্রিটিশ সাম্রাজ্যের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক উপাধি “অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE)” পেয়েছিলেন।

তবে বিবিসি স্পোর্ট জানিয়েছে, এবার তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ার এবং ব্রিটিশ সমাজে অবদানের জন্য তাকে আরও বড় স্বীকৃতি দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে এই সম্মাননার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ইংল্যান্ডের হয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেকহ্যাম ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সি, প্যারিস সাঁ-জার্মাঁ এবং এসি মিলানের হয়েও খেলেছেন। ২০১৩ সালে তিনি অবসর নেন।

২০১১ সালে বেকহ্যাম প্রথম নাইটহুডের জন্য মনোনীত হয়েছিলেন বলে ধারণা করা হয়।

২০১৭ সালে ব্রিটিশ কিছু সংবাদপত্র ফাঁস হওয়া ইমেইলের খবর প্রকাশ করে, যেখানে বেকহ্যামকে সম্মাননা প্রক্রিয়া এবং কমিটিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

তবে বেকহ্যামের মুখপাত্র সেসময় জানান, ওই ইমেইলগুলো “হ্যাকড”, “সংশোধিত” এবং “ব্যক্তিগত” ছিল।

লন্ডন ২০১২ অলিম্পিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেকহ্যাম। ২০০৫ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। এই অংশীদারিত্বের এক দশক পূর্তি উপলক্ষে ইউনিসেফ ২০১৫ সালে ‘ডেভিড বেকহ্যাম ইউনিসেফ ফান্ড’ চালু করে।

২০২৪ সালে তিনি “দ্য কিংস ফাউন্ডেশন”-এর দূত হন, যেখানে তিনি রাজা চার্লসের শিক্ষা কর্মসূচি এবং তরুণদের প্রকৃতিবিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্যোগে সহায়তা করছেন।

তিনি ইংলিশ ক্লাব স্যালফোর্ড সিটির অংশীদার, এবং যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলের সহ-মালিক ও প্রেসিডেন্ট। এ ক্লাবের অধীনে গঠিত ইন্টার মায়ামি সিএফ ফাউন্ডেশন ফুটবলকে কেন্দ্র করে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করছে।

যুক্তরাজ্যের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “সম্মাননার বিষয়ে কোনো ধরনের জল্পনা নিয়ে সরকার মন্তব্য করে না।” বেকহ্যামের পক্ষেও কেউ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।


সম্পর্কিত খবর :

;