Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের অংশগ্রহণ

জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে আয়োজিত কমিশনের আজ অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠক।

আজ বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিতীয় দফার আগের বৈঠকে জামায়াত অংশগ্রহণ থেকে বিরত থাকে।

জামায়াতের পক্ষে আজ বৈঠকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, এনসিপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “সব রাজনৈতিক দল আলোচনায় অংশ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। তাড়াহুড়োর চেয়ে আমরা ঐকমত্য তৈরিকে বেশি গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও জানান, কিছু আলোচনা অসমাপ্ত রয়ে গেছে, যা আগামী সপ্তাহে ফের তোলা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগের বক্তব্য বারবার না করে সবাই যেন আলোচনা এগিয়ে নিতে সাহায্য করেন।”

আলোচনার মূল এজেন্ডাগুলোর মধ্যে ছিল—অসমাপ্ত সংলাপ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনের কাঠামো নিয়ে মতবিনিময়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমাদের লক্ষ্য জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করা। সময় খুব সীমিত, তাই দলগুলোর গঠনমূলক অংশগ্রহণ জরুরি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আবদুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।


সম্পর্কিত খবর :

;