লিভারপুলের লিগ শিরোপা উদযাপনে গাড়ির ধাক্কা, আহত ২৭

বৃটিশ ফুটবল ক্লাব লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপনের সময় ভক্তদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনায় ৪ শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাড়িটির চালক ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শ্বেতাঙ্গ ব্রিটিশ ব্যক্তিটি গাড়ি উঠিয়ে দেওয়া ঘটনার সঙ্গে একাই জড়িত।
লিগ শিরোপা উদযাপন করতে প্রায় ১০ হাজার ভক্তের সমাগম ঘটেছিলো লিভারপুলের রাস্তায়। এই ভিড়ের মধ্যেই ধূসর রঙের একটি মিনিভ্যান চালিয়ে দেয় গাড়ির চালক। ফায়ার ও রেসকিউ সার্ভিসের প্রধান নিক শারলে জানিয়েছেন – একজন শিশুসহ চারজনকে গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে জঙ্গি হামলা বা সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।