জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চুড়ান্ত হওয়ার আশা ঐকমত্য কমিশনের

জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে চলমান আলোচনা থেকে জুলাই মাসের মধ্যেই একটি চূড়ান্ত জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে বলে আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ঢাকার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের দ্বিতীয় দফা আলোচনায় এ কথা জানান তিনি।
আলী রীয়াজ বলেন, “কমিশন বিশ্বাস করে, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও দেশের স্বার্থে অন্তত কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া গেলে সেটাকেই বড় অর্জন হিসেবে দেখা হবে।”
এই আলোচনায় বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। তবে জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
কমিশনের পক্ষ থেকে আলোচনায় আরও উপস্থিত ছিলেন আব্দুল মুয়ীদ চৌধুরী, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান প্রমুখ।