এবার ইউরোপের বিরুদ্ধে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ১ জুন থেকে ইউরোপীয় আমদানির উপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ধীর ও সাবধানী বাণিজ্যনীতিতে ট্রাম্পের অর্থনৈতিক টিমের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
ট্রাম্পের উপদেষ্টারা অভিযোগ করেছেন, ইউরোপিয়ান পক্ষ থেকে স্ট্রিমিং ফি, অটোমোটিভ নিয়ন্ত্রণ এবং অ্যান্টিট্রাস্ট জরিমানা সংক্রান্ত ইস্যুগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব না আসায় আলোচনা অগ্রসর হচ্ছে না।
যুক্তরাষ্ট্র চাইছে ইউরোপ যেন চীনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করে। তবে এ ব্যাপারে ইইউ পদক্ষেপের বিষয়ে ভাবছে বলে খবর দিয়েছে আলজাজিরা।
খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ সদস্যবিশিষ্ট এই জোটের সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর তারা নিজেদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে।
ইইউর শীর্ষ বাণিজ্য কর্মকর্তা মারোশ শেফচোভিচ এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, তিনি শুক্রবার এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “ইইউ সম্পূর্ণরূপে আলোচনায় যুক্ত এবং এমন একটি চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা উভয় পক্ষের জন্য কার্যকর হয়।” তিনি আরও জানান, ইউরোপীয় কমিশন সৎভাবে একটি সমঝোতার জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে।
“ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক অনন্য, এবং তা পারস্পরিক সম্মান দিয়ে পরিচালিত হওয়া উচিত, হুমকি দিয়ে নয়। আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য প্রস্তুত।”
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে জানান, ইইউর সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি ১ জুন থেকে ইইউর ওপর ৫০ শতাংশ শুল্ক “প্রস্তাব করছেন”।