পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪ শিশু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় একটি স্কুলবাসে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত চারজন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এই হামলায় আরও অন্তত ৩৮ জন আহত হয়েছে।
খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দাশতি আল জাজিরাকে জানান, নিহত শিশুর সংখ্যা চার এবং আহতের সংখ্যা ৩৮ জন। তিনি বলেন “বিস্ফোরণের সময় স্কুলবাসটি আর্মি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। সেই সময়ই আত্মঘাতী হামলাটি চালানো হয়”।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শত্রুরা নির্মমভাবে নিরপরাধ শিশুদের ওপর হামলা চালিয়েছে। স্কুলবাসে হামলা দেশকে অস্থির করার এক জঘন্য ষড়যন্ত্র।”
ঘটনাটি খুজদার শহরের ‘জিরো পয়েন্ট’ এলাকার কাছে ঘটেছে। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিস্ফোরণের পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দেশজুড়ে এই হামলার নিন্দা জানিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।