তুরস্কে ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে ক্রেমলিন। তুরস্কের আয়োজনে আসন্ন এই শান্তি আলোচনায় অংশগ্রহণকারী রুশ কর্মকর্তাদের তালিকায় পুতিনের নাম নেই বলে নিশ্চিত করেছে রুশ প্রেসিডেন্টের দপ্তর।
রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, আজ তুরস্কের উদ্যোগে ইউক্রেন সংকট সমাধানে একটি মধ্যস্থতামূলক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইস্তাম্বুলের দোলমাবাহছি প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় এই রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে
ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট পুতিন এই আলোচনায় সরাসরি অংশগ্রহণ করবেন না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা আলোচনায় আগ্রহী, কিন্তু পুতিন নিজে অংশ নিচ্ছেন না। প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।”
বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক যুদ্ধবিরতির সম্ভাবনা কম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে।