গাজায় ইসরায়েলি বিমান হামলায় ঘুমন্ত শিশুসহ নিহত ১২৫

ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১২৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। রবিবার ভোররাতে এ হামলা হয়। নিহতদের মধ্যে ঘুমন্ত শিশু ও নারীসহ বহু সাধারণ মানুষ রয়েছেন বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।
খবরে বলা হয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি শরণার্থী তাবু ক্যাম্পে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন।
এই ক্যাম্পটিকে আগেই 'নিরাপদ অঞ্চল' বলে ঘোষণা করেছিল ইসরায়েল, যেখানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছিল। হামলার সময় অনেকেই ঘুমিয়ে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া শিশুর মরদেহ দেখে উদ্ধারকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।
আল-মাওয়াসির হামলার পর স্থানীয় হাসপাতালে আহতদের ভিড় উপচে পড়ে। চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বেসামরিক হতাহতের বিষয়ে নির্দিষ্ট করে কোনো ব্যাখ্যা তারা দেয়নি।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপদ ঘোষণা করা এলাকায় শিশুদের ওপর বিমান হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন।”
গাজায় চলমান এই সহিংসতায় ইতিমধ্যেই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে লাখো মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বানে এখনও সাড়া দেয়নি ইসরাইল।