পাকিস্তানে ভূমিকম্পে কারাগারের দেয়াল ক্ষতিগ্রস্ত, পালিয়েছে ২০০’র বেশি বন্দি

পাকিস্তানে ভূমিকম্পে কারাগারের দেয়াল ক্ষতিগ্রস্ত, পালিয়েছে ২০০’র বেশি বন্দি
পাকিস্তানের করাচি শহরের মালির কারাগার থেকে ২০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। সম্প্রতি ওই এলাকায় একাধিক কমমাত্রার ভূমিকম্পে কারাগারের দেয়াল ক্ষতিগ্রস্ত হলে এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (৩ জুন) দেশটির সংবাদমাধ্যম ডনকে দেয়া এক সাক্ষাৎকারে সিন্ধু প্রদেশের পুলিশ মহাপরিদর্শক (আইজি) গুলাম নবী মেমন জানান, সোমবার রাতের শেষভাগে বন্দিরা ক্ষতিগ্রস্ত প্রাচীর ভেঙে পালিয়ে যায়।
তিনি বলেন, ভূমিকম্পের ফলে কারাগারের একটি অংশ দুর্বল হয়ে পড়ে এবং বন্দিরা সেই সুযোগে পালিয়ে যায়। এখন পর্যন্ত ২১৬ জন বন্দির পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে ৭৮ জনকে পুনরায় আটক করা হয়েছে।
বাকি ১৩৮ জন পলাতক বন্দিকে ধরতে অভিযান চলছে বলে জানান আইজি গুলাম নবী মেমন।
ঘটনার পর করাচি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।