মানবতার সামনে বড় চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা : পোপ চতুর্দশ লিও

ক্যাথলিক চার্চের নতুন প্রধান পোপ চতুর্দশ লিও দায়িত্ব গ্রহণের পর বিশ্বজুড়ে কার্ডিনালদের সঙ্গে প্রথম বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) মানবজাতির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন।
ভ্যাটিকানে অনুষ্ঠিত ওই বৈঠকে পোপ বলেন, এআই এখন "মানব মর্যাদা, ন্যায়বিচার ও শ্রম" রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে চার্চের সামাজিক শিক্ষাকে নতুনভাবে ভাবতে হবে।
প্রথম আমেরিকান পোপ হিসেবে নির্বাচিত লিও বলেন, তার পন্টিফিক্যাল নাম গ্রহণের অনুপ্রেরণা পাওয়া গেছে পোপ লিও ত্রয়োদশের কাছ থেকে। তিনি উনিশ শতকের শেষভাগে শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের অধিকার রক্ষায় বলিষ্ঠ অবস্থান নিয়েছিলেন। সেই পথ অনুসরণ করেই তিনি আজকের প্রযুক্তিগত বিপ্লব—বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা—প্রসঙ্গে সামাজিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বলেন।এর আগে প্রয়াত পোপ ফ্রান্সিসও এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত মাসে মৃত্যুবরণ করা ফ্রান্সিস বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সম্পর্ককে নিছক অ্যালগরিদমে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণে তিনি একটি আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছিলেন।
তিনি আরও সতর্ক করেছিলেন, এআই যেন মানবকেন্দ্রিক থাকে, যাতে অস্ত্র কিংবা কম প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত কোনো যন্ত্রের হাতে না পড়ে।