ব্লেইজ মেট্রিওয়েলি: যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ৬ এর প্রথম নারী প্রধান নিযুক্ত

যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই ৬ (MI6) এর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঐতিহাসিক নিয়োগের ঘোষণা দেন।
একজন অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা ব্লেইজ মেট্রিওয়েলি ১৯৯৯ সালে এমআই৬-এ যোগ দেন। তিনি আসন্ন শরৎকাল থেকে বর্তমান প্রধান স্যার রিচার্ড মুর-এর স্থলাভিষিক্ত হয়ে সংস্থার ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে তিনি এমআই৬-এর ‘কিউ’ বিভাগ পরিচালনা করছেন, যেখানে প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক কার্যক্রমের তত্ত্বাবধান করা হয়। এরআগে তিনি এমআই৫ (যুক্তরাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা)-তেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
৪৭ বছর বয়সী মেট্রিওয়েলি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে সামাজিক নৃতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন এবং তাঁর পেশাগত জীবনের বড় অংশ কাটিয়েছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের অপারেশনাল দায়িত্বে**।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “ব্লেইজ মেট্রিওয়েলির এই ইতিহাসগড়া নিয়োগ এমন সময়ে হয়েছে যখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাজ্য বর্তমানে নজিরবিহীন হুমকির মুখে রয়েছে – তা হোক সমুদ্রসীমায় গুপ্তচর জাহাজ বা পরিকাঠামো ভেঙে দেওয়ার মতো সাইবার হামলা।”
মেট্রিওয়েলি বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং সম্মানিত। এমআই৫ ও জিসিএইচকিউ (GCHQ)-এর সঙ্গে মিলিতভাবে এমআই৬ যুক্তরাজ্যের জনগণের নিরাপত্তা নিশ্চিত ও বৈদেশিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাহসী অফিসার ও এজেন্টদের সঙ্গে এই কাজ অব্যাহত রাখতে আমি মুখিয়ে আছি।”
২০২৩ সালে তিনি অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ খেতাবে ভূষিত হন।
প্রসঙ্গত, এমআই৬-এর জন্ম ১৯০৯ সালে। এতোদিন কখনও কোনো নারী এই সংস্থার নেতৃত্বে আসেননি। অন্যদিকে এমআই৫-এর নেতৃত্বে এর আগে স্টেলা রিমিংটন এবং এলিজা মানিংহ্যাম-বুলার ছিলেন। আর জিসিএইচকিউ বর্তমানে অ্যান কিস্ট-বাটলার-এর নেতৃত্বে রয়েছে – যিনি সংস্থাটির প্রথম নারী প্রধান।
উল্লেখ্য, এমআই ৬ প্রধানকে অভ্যন্তরীণভাবে “সি” (C) নামে অভিহিত করা হয় এবং তিনিই একমাত্র কর্মকর্তা যার নাম ও পরিচয় প্রকাশ্যে স্বীকৃত।
স্যার রিচার্ড মুর ২০২০ সালের সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। তার মেয়াদ প্রায় ৫ বছর পূর্ণ হতে চলেছে।