লর্ডসে দক্ষিণ আফ্রিকার ইতিহাস: টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয়

অবশেষে আইসিসির কোনো বড় শিরোপা ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ আসরের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ ট্রফির স্বাদ পেল প্রোটিয়ারা।
লর্ডসের ঐতিহাসিক ভেন্যুতে অনুষ্ঠিত টেস্ট ফাইনালটি ছিল রুদ্ধশ্বাস, টানটান উত্তেজনায় ভরা। তবে দক্ষিণ আফ্রিকা অসাধারণ দলগত পারফরম্যান্সের মাধ্যমে শেষ হাসি হাসে। ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, "আজ শুধু একটি ট্রফি নয়, গোটা দেশের অপেক্ষার অবসান ঘটেছে।"
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে মাত্র ২১৫ রানে অলআউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা নেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৮৫ রান তোলে। মিডল অর্ডারে ট্রিস্তান স্টাবসের ৭৮ রানের ইনিংস ছিল উল্লেখযোগ্য। ফলে প্রথম ইনিংসেই ৭০ রানের লিড পায় প্রোটিয়ারা।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনের ৯২ রানের ইনিংসে তারা তোলে ২৫৮ রান। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৮৯ রান।
দুর্দান্ত ব্যাটিং করে সেই লক্ষ্য সহজেই টপকে যায় প্রোটিয়ারা। ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। ওপেনার ডিন এলগার বিদায়ী ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন।
১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি (বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ের পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্ট জিতল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘদিন ধরে “চোকার” তকমা বহন করা দলটি এবার সেই অভিশাপ কাটাতে পেরেছে।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ আফ্রিকার এ জয় শুধু তাদের ক্রিকেট ইতিহাস নয়, টেস্ট ক্রিকেটের প্রতিযোগিতামূলক ভবিষ্যতের দিকেও একটি বড় বার্তা।