সিটিকে হারিয়ে প্রথম বড় শিরোপা ক্রিস্টাল প্যালেসের

হতাশা আর ব্যর্থতায় ঠাসা মৌসুমে আরও একবার পথ হারিয়ে ফেলল ম্যানচেস্টার সিটি। শক্তি-সামর্থ্যে অনেক অনেক এগিয়ে থাকা দলটিকেই হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস।
লন্ডনের ওয়েম্বলিতে শনিবার ফাইনালে ৮৫ হাজার দর্শকের সামনে ১-০ গোলে জিতেছে প্যালেস। ম্যাচের শুরুর দিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এবেরেচি এজে।
ইংল্যান্ডের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটিতে এর আগে দুইবার ফাইনালে উঠেছিল প্যালেস। দুবারই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্বপ্ন ভেঙেছিল তাদের। এবার ম্যানচেস্টারেরই আরেক দলকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা জিতল এই ক্রিস্টাল প্যালেস।
পুরো ম্যাচের ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে সিটি। সেখানে মাত্র সাত শটের দুটি লক্ষ্যে রেখেই বাজিমাত করে প্যালেস।
তাদের নতুন ইতিহাস গড়ার নায়ক অবশ্যই এজে। তবে ম্যাচজুড়ে দুর্দান্ত সব সেভ করে ‘ফেভারিটদের’ আটকে রাখা ডিন হেন্ডারসনের অবদানও কোনো অংশে কম নয়।
ম্যাচের শুরু থেকে একচেটিয়া পজেশন ধরে রেখে ষষ্ঠ মিনিটে পরিষ্কার একটি সুযোগ তৈরি করে সিটি। কেভিন ডে ব্রুইনের দূরের পোস্টে বাড়ানো বলে হলান্ড লাফিয়ে পা ছোঁয়ালেও, সেটা গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি।
প্রথম ১৫ মিনিটে ৮৫ শতাংশের বেশি সময় বল দখলে ছিল সিটির। তাদের টানা আক্রমণ সামলাতেই বেগ পেতে হচ্ছিল প্যালেসের।
তবে, ষোল মিনিটে প্রথম প্রতি-আক্রমণে গিয়েই সিটিকে স্তব্ধ করে দেয় এবারের প্রিমিয়ার লিগে দ্বাদশ স্থানে থাকা দলটি। ডান দিক থেকে দানিয়েল মুনোসের বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে পেয়ে, সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দারুণ ভলিতে গোলটি করেন এবেরেচি এজে।