৫১ বছরের অপেক্ষার অবসান: এসি মিলানকে হারিয়ে কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন বোলোনিয়া

বোলোনিয়া ফুটবল ক্লাব অবশেষে দীর্ঘ ৫১ বছরের ট্রফি খরা কাটালো। বৃহস্পতিবার রাতে তারা ১-০ গোলে হারিয়েছে এসি মিলানকে, জয় করে নিয়েছে কোপা ইতালিয়া শিরোপা। ১৯৭৪ সালের পর এই প্রথম কোনো বড় ট্রফি জিতল ক্লাবটি।
ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ফরোয়ার্ড ড্যান এনদোয়ে, যিনি ইনজুরির কারণে আগের তিনটি ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে থিও হার্নান্দেজের একটি ট্যাকলের পর বলটি পড়ে যায় এনদোয়ের সামনে। সুযোগ কাজে লাগিয়ে তিনি বলটি জালে পাঠিয়ে দেন।
এই জয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা জিতলেন বোলোনিয়ার কোচ ভিনচেঞ্জো ইতালিয়ানো, যিনি এর আগে টানা দুটি ইউরোপা কনফারেন্স লিগ ফাইনাল ও ২০২৩ সালের ইতালিয়ান কাপ ফাইনালে হেরে গিয়েছিলেন ফিওরেন্তিনার কোচ হিসেবে।
খেলা শেষে উচ্ছ্বসিত ইতালিয়ানো বলেন, “টানা তিনটি ফাইনাল হারানোর কষ্ট ছিল অনেক। এবার ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। এই ট্রফি তাদের জন্য।”
ম্যাচ শেষে বোলোনিয়ার খেলোয়াড়রা কোচকে আকাশে ছুড়ে উদযাপন করেন। গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সমর্থকের চোখে ছিল আনন্দাশ্রু।
বোলোনিয়ার এই জয়ে তারা নিশ্চিত করেছে আগামী মৌসুমের ইউরোপা লিগে অংশগ্রহণ। অন্যদিকে এসি মিলান সিরি আ’তে অষ্টম স্থানে থাকায় এবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে না-ও পারার আশঙ্কা রয়েছে। মিলানের জন্য এটি আরও এক হতাশাজনক মৌসুম।
উল্লেখ্য, এসি মিলান সর্বশেষ কোপা ইতালিয়া জিতেছিল ২০০৩ সালে। এরপর দুটি ফাইনালে হারলেও আর শিরোপা জিততে পারেনি।
এই জয় বোলোনিয়ার জন্য শুধু একটি ট্রফি জয় নয়, বরং একটি ইতিহাস রচনার মুহূর্ত। ৫১ বছর পর তারা আবারও দেখালো, কঠোর পরিশ্রম ও সাহসিকতায় অসম্ভবকে সম্ভব করা যায়।