Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

২৩ বছর পর লিগ শিরোপা জয় মোহামেডানের

২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ১০ জনের ফর্টিস এফসির কাছে ২-১ গোলে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের।

২০০৭ সালে দেশে পেশাদার ফুটবল শুরুর পর এই প্রথমবার লিগ জিতল ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। এর আগে চারবার রানার্সআপ হলেও শিরোপা ধরা দেয়নি।

তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করল মোহামেডান। তাদের পয়েন্ট এখন ১৫ ম্যাচে ৩৮। আবাহনীর থেকে ১০ পয়েন্টে এগিয়ে তারা।

এই শিরোপা মোহামেডানকে ঘরোয়া ফুটবলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে প্রিমিয়ার লিগ জয়ীর তালিকায় যুক্ত করল। এর আগে আবাহনী (৬ বার), বসুন্ধরা কিংস (৫ বার), শেখ জামাল (৩ বার) ও শেখ রাসেল (১ বার) লিগ জিতেছে।

সর্বশেষ মোহামেডান শীর্ষ লিগ জিতেছিল ২০০২ সালে, তখন সেটি ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। ঐতিহাসিক ক্লাবটি (প্রতিষ্ঠিত ১৯৩৬) এখন পর্যন্ত ২০টি শীর্ষ লিগ জিতেছে, যা ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ।

শুক্রবার চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছিল মোহামেডান। আবাহনী শনিবারের ম্যাচে জয় বা ড্র করলে মোহামেডানের উৎসব কিছুটা পিছিয়ে যেত।

কিন্তু কুমিল্লার বৃষ্টিতে ভিজে আবাহনী পিছিয়ে পড়ে ১৯ মিনিটেই। ফর্টিসের ওমর বাবু পেনাল্টি থেকে এগিয়ে দেন দলকে।

৭৫ মিনিটে আবাহনীর ফরোয়ার্ড সুমন রেজার সঙ্গে বাকবিতণ্ডায় লাল কার্ড দেখেন ফর্টিসের মনজুরুর রহমান মানিক। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী।

বরং দুর্দান্ত এক দূরপাল্লার শটে ফর্টিসের সাজেদ জুম্মন নিঝুম দ্বিতীয় গোলটি করে ম্যাচ প্রায় শেষ করে দেন। যদিও ৭৮ মিনিটে রাফায়েল অগাস্তোর কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন আবাহনীর মোহাম্মদ রিদয়।

শেষ পর্যন্ত ফর্টিস জয় ধরে রাখে। ছয় নম্বরে উঠে যাওয়া দলটির পয়েন্ট এখন ২২।

আসল উৎসবটা কিন্তু হয়েছে মতিঝিলে—২৩ বছরের অপেক্ষার পর যে শিরোপা অবশেষে ধরা দিয়েছে মোহামেডানের হাতে।

সম্পর্কিত খবর :

;