Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

আরসিবির উদ্‌যাপনে প্রাণহানি, কোহলির নামে থানায় অভিযোগ

আইপিএল শিরোপা জয়ের পর বেঙ্গালুরুতে আরসিবির উদ্‌যাপন ঘিরে ১১ জনের মৃত্যুর ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক সমাজকর্মী। তার অভিযোগ, কোহলি আইপিএলের মাধ্যমে জুয়ার প্রচার করে অকারণ ভিড় সৃষ্টি করেছেন, যার জেরে ঘটেছে এই মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনা।

ঘটনার পরপরই বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগটি গ্রহণ করা হলেও নতুন করে কোনো এফআইআর করা হয়নি। এটি ইতোমধ্যে চলমান মামলার তদন্তের অংশ হিসেবেই বিবেচিত হবে।

৩ জুন আহমেদাবাদে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরদিন বেঙ্গালুরু শহরে দলটি ফিরে আসলে ভক্তদের স্রোত নামে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাইরে এই ভিড়েই পদদলিত হয়ে মারা যান ১১ জন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, এইচ এম ভেঙ্কটেশ নামের এক সমাজকর্মী কাবন পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, আইপিএলের মতো প্রতিযোগিতা আদতে জুয়ার মঞ্চ, এবং কোহলি একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে সেটিকে জনপ্রিয় করে তুলেছেন। তাঁর মতে, খেলাটির আসল সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং বিপুল জনসমাগমের ঝুঁকি তৈরি হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, দলের উদ্‌যাপন ঘিরে লোকজনকে সরাসরি উসকে দিয়েছেন কোহলি, ফলে মৃত্যুর মতো দুর্ঘটনার পরিপ্রেক্ষিত গড়ে উঠেছে। ভেঙ্কটেশ দাবি করেন, কোহলি এবং আরসিবি দলের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে প্রাথমিক এফআইআরের আওতায় আনা হোক।

পুলিশ জানিয়েছে, বিষয়টি পর্যালোচনার অধীনে রয়েছে এবং আগের মামলার সঙ্গে সমন্বয় করে তদন্ত এগিয়ে নেওয়া হবে। এই মামলায় ইতোমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে অবহেলা ও অনুমতি ছাড়া জনসমাগম ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরসিবির বিপণন প্রধান নিখিল সোসালে, ডিএনএ এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, টিকিটিং অপারেশনস লিড সুমান্থ এবং সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার।

সম্পর্কিত খবর :

;