Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

রেকর্ড গড়ে লেভারকুসেন থেকে বিদায় নিলেন আলোনসো

শেষটা আর জয়ে রাঙানো হলো না। তবে স্মরণীয় ঠিকই হলো। বুন্দেসলিগার ২০২৪–২৫ মৌসুমের শেষ ম্যাচে মেইঞ্জের মাঠে ২–২ গোলে ড্র করল লেভারকুসেন। ফলটা যদিও শিরোপা এনে দেয়নি, তবুও এই ড্রয়ের মধ্য দিয়েই রচিত হলো ইতিহাস—টানা দুই মৌসুম অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকল লেভারকুসেন।

ম্যাচের ফলের চেয়ে বড় খবর, জার্মান ফুটবলের ইতিহাসে এই কীর্তি গড়ল প্রথমবারের মতো কোনো দল। ৩৪ ম্যাচের মধ্যে লেভারকুসেন হারল ৩টিতে—সব কটিই নিজেদের মাঠে। বাইরে খেলেছে ১৭টি, হার নেই একটিতেও।

এই ম্যাচ দিয়েই লেভারকুসেন ডাগআউটে শেষবারের মতো দাঁড়ালেন জাবি আলোনসো। ইতিহাস গড়ে ক্লাব ছাড়লেন এই স্প্যানিশ কোচ। রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার গুঞ্জন তার বিদায়ের পেছনে বড় কারণ। চুক্তির মেয়াদ বাকি থাকলেও আগেই জানিয়ে দিয়েছেন, থাকছেন না।

২০২৩–২৪ মৌসুমে অপরাজিত লিগ শিরোপা ও জার্মান কাপ জয়ের পর এবার ট্রফিশূন্য মৌসুম গেল লেভারকুসেনের। তবে অ্যাওয়ে মাঠে অপরাজিত থাকার ধারাবাহিকতা টিকিয়ে রেখে ভাঙল বায়ার্ন মিউনিখের ৩৩ ম্যাচের পুরনো রেকর্ড। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বায়ার্ন ছিল টানা ৩৩ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত। সেই কীর্তিতে তখন ছিল দুই কোচ—হেইঙ্কেস ও গার্দিওলা। কিন্তু লেভারকুসেনের রেকর্ডটা একা আলোনসোর ছোঁয়ায়।

বুন্দেসলিগায় একক কোচ হিসেবে টানা সবচেয়ে বেশি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার পুরনো রেকর্ড ছিল উদো ল্যাটেকের, ২৭ ম্যাচ। সেটিও এবার পেছনে ফেলে এলেন আলোনসো।

টানা ৩৪টি অ্যাওয়ে ম্যাচে জয় ২৩টি, ড্র ১১টি—এমন পরিসংখ্যানই প্রমাণ করে, এই দল কতটা দৃঢ়চেতা। সামনে সুযোগ রেকর্ডটা আরও বাড়ানোর। ২০২৫–২৬ মৌসুমের প্রথম ম্যাচে নামবে তারা ২২ আগস্ট। তবে সে ম্যাচে আর ডাগআউটে দেখা যাবে না জাবি আলোনসোকে।

যাওয়ার আগে লেভারকুসেনকে দিয়ে গেছেন এক অনন্য উপহার—অপরাজেয়তার রেকর্ড।

সম্পর্কিত খবর :

;