পাকিস্তান সফরে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শেষ পর্যন্ত কাটল অনিশ্চয়তা। নানা জল্পনা-কল্পনার পর নিশ্চিত হয়েছে—তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
প্রথমে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও তা নেমে এসেছে তিন ম্যাচে। দুবাইয়ের শারজায় পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীনও।
পিসিবির পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।
তিন ম্যাচের সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। ২৫ মে লাহোরেই পিএসএলের ফাইনাল, এরপর সেখানেই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
বাংলাদেশ দল এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে খেলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুরুতে নির্ধারিত ছিল দুটি ম্যাচ, পরে যুক্ত হয় আরেকটি।