ঈদ উপলক্ষে এনসিপির বিশেষ কর্মসূচি, নাগরিক সেবায় হটলাইন চালু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকাবাসীর সুবিধার্থে একগুচ্ছ বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে নেওয়া এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী নিয়োগ, হটলাইন নম্বর চালু, বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
আজ শুক্রবার (৬ জুন) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হুসাইন ও দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার।
তারা জানান, কোরবানির ঈদে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে এনসিপির স্বেচ্ছাসেবকরা সক্রিয় থাকবে। কোনো জরুরি প্রয়োজন হলে নগরবাসী হটলাইনে ফোন করলেই ৩০ মিনিটের মধ্যে তাদের প্রতিনিধি দল পৌঁছে যাবে। এর পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করবে দলটির কর্মীরা।
দুইটি হটলাইন নম্বর চালু করা হয়েছে:
* ঢাকা মহানগর উত্তর: ০১৯১৩-৪৮৬১৬৩
* ঢাকা মহানগর দক্ষিণ: ০১৯১৮-৯৯৯৮০১
এছাড়া ঈদ উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করতে এনসিপি বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্র স্থাপন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বন্ধ, ২৪ ঘণ্টার মধ্যে পুরো নগরী থেকে কোরবানির বর্জ্য অপসারণ এবং পর্যাপ্ত ব্লিচিং ও পরিষ্কারক ব্যবহার করে শহরকে বাসযোগ্য করে তোলা।
তারা আরও দাবি করেন, ঈদের সময় ফাঁকা রাজধানীতে বাড়ি ফেরা যাত্রী ও গরু ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সদস্য সরদার আমিরুল ইসলাম, খালেদা আক্তার, কাজী সাইফুল ইসলাম, ওমর ফারুক এবং দক্ষিণের সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের ও তাওহিদুল ইসলাম।
নেতারা বলেন, ঈদ শুধু উৎসবের সময় নয়, জনসেবারও সময়। এনসিপি সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাবে।