বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৯ জন বিস্ফোরক মামলায় খালাস

এক দশকেরও বেশি সময় আগে দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৬ জুন) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
রাজধানীর সূত্রাপুর থানায় দায়ের করা এ মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। মামলায় বলা হয়, রাজনৈতিক সহিংসতার সময় আসামিরা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছিলেন। তবে বিচারক রায়ে বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন: বিএনপি নেতা আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন।
আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থেকেই বোঝা যাচ্ছিল যে এতে আসামিদের বিরুদ্ধে কোনো মজবুত প্রমাণ নেই। তিনি জানান, আদালতও বিষয়টি বিবেচনায় নিয়ে মামলাটি চলমান রাখার মতো যথেষ্ট উপাদান না থাকায় আসামিদের বেকসুর খালাস দেন।
আইনজীবী আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছিল, যার কোনো ভিত্তি ছিল না। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।