ইশরাককে মেয়র পদে বসাতে ঢাকা দক্ষিণবাসীর অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ও পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে মানববন্ধন করেছেন ঢাকা দক্ষিণ নগরবাসী। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবি জানান।
বুধবার নগরভবনের সামনে এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দলমত নির্বিশেষে ইশরাককে জনতার মেয়রকে পদে বসাতেই তারা রাস্তায় নেমেছেন। এটা ঢাকাবাসীর প্রাণের দাবি, কারণ তারা ইশরাককে ভোট দিয়েছেন।
মানববন্ধনে, ইশরাক হোসেনের উদ্দেশেও বার্তা দেন তারা। বলেন, আদালতের রায়ে এবং আমাদের ভোটে নির্বাচিত মেয়র আপনি। আপনি জনগণের কাছে আসেন, আমাদের ভোটকে মর্যাদা দিতে আপনাকে আসতেই হবে।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো বলেন, জনগণের ভোটে ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হলেও বিগত আওয়ামী লীগের অজ্ঞাবহ নির্বাচন কমিশন তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচিত মেয়র থেকে ঢাকাবাসীকে বঞ্চিত করে। আওয়ামী লীগের পতনের পর আদালত ও নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করার পরও কেন তালবাহানা করা হচ্ছে, তারা এমন প্রশ্নও তুলেন। ইশরাককে শপথ গ্রহণের ব্যবস্থা ও দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে লাগাতার কর্মসূচির বার্তাও দেন তারা।
গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।