নেতাকর্মীদের আচরণের জন্য জামায়াত আমিরের ক্ষমা প্রার্থনা

নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ ক্ষমা চান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে খালাস দেওয়ার পর তিনি এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
জামায়াত আমির বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমরা মানুষ। আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। দল নিয়ে তিনি বলেন, দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন।
এসময় তিনি খালাসপ্রাপ্ত জামায়াত নেতাএ টি এম আজহারুল ইসলামের রায়ের ব্যাপারে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ টি এম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না।