ইরানের ওপর ইসরায়েলের হামলা : ২১টি আরব ও মুসলিম দেশের নিন্দা

একুশটি আরব ও মুসলিম দেশ সোমবার যৌথ বিবৃতি দিয়ে ইরানের ওপর ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই অঞ্চলে উত্তেজনা প্রশমন, পারমাণবিক অস্ত্র নির্মূল “নির্বিচারে” ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মিশরের সরকারি সংবাদ সংস্থা মেনার বরাত দিয়ে এখবর জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।
বিবৃতিটি মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তির উদ্যোগে তৈরি হয়েছে, যিনি অঞ্চলের অন্যান্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর এবং মৌরিতানিয়া।
পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানান।
যৌথ বিবৃতিতে জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং প্রতিবেশী সর্ম্পকের সঠিক নীতিমালা মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং শান্তিপূর্ণ বিবাদ সমাধানের আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রীগণ এ পর্যায়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেন এবং বলেন, এই বিপজ্জনক উত্তেজনা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।
তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ এবং ব্যাপক উত্তেজনা প্রশমনের মাধ্যমে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানান।
এতদূর পর্যন্ত, শুক্রবার থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়ে উত্তেজনা বৃদ্ধি করেছে, যার জবাবে তেহরান পাল্টা হামলা চালিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
অন্যদিকে, ইরান জানিয়েছে, ইসরায়েলের হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন।