ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

অবশেষে সশস্ত্র সংঘাতে জড়ালো দুই প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তান। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। আহত হয়েছে অন্তত ৩৫জন।
এর জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এতে ভারতের ৫টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে দেশটি। এরমধ্যে ৩টি রাফাল, ১টি মিগ টুয়েন্টি নাইন ও ১টি সু থার্টি। তবে পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
সংঘাতময় পরিস্থিতিতে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেন। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে । দুই প্রতিবেশী দেশের বিমান সংস্থাসহ আন্তর্জাতিক কয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে অথবা গন্তব্য পাল্টেছে।
ঘটনার পরপরই এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। আর জাতিসংঘের মহাসচিব বলেছেন, বিষয়টি খুব উদ্বেগজনক। আরেকটি যুদ্ধের ভার বহনের সক্ষমতা দেশ দুটির সাধারণ মানুষের নেই। হামলাকে কাপুরুষোচিত মন্তব্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ এই হামলার জবাব দিচ্ছে।