ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা, নিহত ৮

রাতভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, হামলায় পশ্চিম ইউক্রেনের খমেলনিৎস্কি অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে গেছে। কিয়েভ অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে একজন নিহত হয়েছেন।
এই হামলার একদিন আগেই কিয়েভ সবচেয়ে ভয়াবহ রুশ হামলার মুখোমুখি হয়েছিল। এটি ছিল যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতের চার ঘণ্টার মধ্যে তারা মস্কোসহ একাধিক রুশ অঞ্চলে ইউক্রেনের ৯৫টি ড্রোন গুলি করে ভূপাতিত বা আটক করেছে।
তবে রুশ কর্মকর্তারা কোনো হতাহতের খবর জানাননি। ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে হয়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করেন, এবং বর্তমানে মস্কো প্রায় ২০ শতাংশ ইউক্রেনীয় ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে।
এই দখলকৃত এলাকার মধ্যে রয়েছে ক্রিমিয়া উপদ্বীপ, যা ২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে দখল করে নেয়।