১৯ মে ভারতে আসছে মেটার রে-ব্যান স্মার্ট গ্লাস, দাম শুরু ২৯,৯৯০ থেকে

প্রযুক্তি জায়ান্ট মেটা ঘোষণা দিয়েছে, তাদের বহুল আলোচিত রে-ব্যান মেটা স্মার্ট গ্লাস ১৯ মে থেকে ভারতে বিক্রি শুরু হবে। গ্লাসটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯,৯৯০ রুপি (প্রায় ৩৫৩ মার্কিন ডলার)।
এই স্মার্ট গ্লাস বর্তমানে রে-ব্যানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডার করা যাবে এবং ১৯ মে থেকে রে-ব্যানের স্টোরে বিক্রি শুরু হবে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে বাজারজাত করা এই গ্লাসগুলোহবে মেটা এআই সমর্থিত, যা ব্যবহারকারীর সামনে কী রয়েছে তা শনাক্ত করতে পারবে, লাইভ অডিও ও ভিডিও অনুবাদ করতে পারবে, ফোনে বার্তা পাঠাতে ও কল করতে সহায়তা করবে।
গ্লাসগুলো বর্তমানে ইংরেজি, ফরাসি, ইতালিয়ান ও স্প্যানিশ ভাষায় অফলাইনেও লাইভ অনুবাদ করতে পারে।এছাড়া, ব্যবহারকারীরা এই স্মার্ট গ্লাসের মাধ্যমে Spotify, Amazon Music, Shazam এবং Apple Music-এর মতো অ্যাপ ব্যবহার করে সরাসরি গান শুনতে পারবেন।মেটা জানিয়েছে, ২০২৩ সালে প্রথম বাজারে আনার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ জোড়া স্মার্ট গ্লাস বিক্রি হয়েছে। ভারতে এই স্মার্ট গ্লাসের উন্মোচনকে প্রতিষ্ঠানটি পরিধানযোগ্য প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
বিশ্লেষকদের মতে, ভারতে এই গ্লাস প্রযুক্তিপ্রেমীদের কাছে আকর্ষণীয় হবে, যদিও ভাষা সীমাবদ্ধতা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে ভবিষ্যতে ভারতীয় ভাষা যুক্ত হলে এর ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়।