Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

ইরান-ইসরায়েল সংঘাতে ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের হয়ে খেলা অনিশ্চিত মেহদি তারেমির

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান পাল্টাপাল্টি বিমান হামলার কারণে আকাশসীমা বন্ধ থাকায় ইন্টার মিলানের ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমি ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে তার দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ফলে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

ইন্টার মিলানের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল তারেমির। ইতালীয় ও মার্কিন গণমাধ্যম শনিবার জানিয়েছে, তিনি শুধু প্রথম ম্যাচই নয়, বরং পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন। ইতালির ক্রীড়া পত্রিকা লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, “ইরানি এই স্ট্রাইকার ইন্টারের হয়ে প্রথম ম্যাচ তো নয়ই, বাকি ম্যাচগুলোতেও অংশ নিতে পারছেন না।”

গত ২৪ ঘণ্টায় ইন্টার মিলান ইতালিতে অবস্থিত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে এবং তারেমিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পরিস্থিতির সমাধান খোঁজার চেষ্টা করেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, তারেমি বর্তমানে তেহরানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং বোমা হামলা থেকে সুরক্ষিত।

ইন্টার মিলান তাদের প্রথম ম্যাচে মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের রোজ বোল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব মনতেররের বিপক্ষে মাঠে নামবে। তবে সেই ম্যাচে তারেমির মাঠে নামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

৩২ বছর বয়সী এই তারকা ইরান জাতীয় দলের অধিনায়ক এবং ১০ জুন তেহরানের আজাদি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গোল করেছিলেন। পরদিনই তিনি জিতেছিলেন প্রথমবারের মতো দেওয়া ইরানের ‘টুপ্তা অ্যাওয়ার্ড’ (স্বর্ণপদক)।

তেহরান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার নির্দিষ্ট সময় জানা না গেলেও, শুক্রবার সকালে ইসরায়েলের হামলার পর ইরান আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এর পরই তার সফর স্থগিত হয়।

২০২৪ সালের জুলাইয়ে ইন্টার মিলানের সঙ্গে তিন বছরের চুক্তি করেন তারেমি। এখন পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে ৪৩ ম্যাচে ৩ গোল করেছেন। ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘ই’-তে ইন্টার, মনতেররে ছাড়াও রয়েছে আর্জেন্টিনার রিভার প্লেট এবং জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস।

সম্পর্কিত খবর :

;