Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

২৫ বছর পর জার্মানিকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে পর্তুগাল

অবশেষে জার্মানির বিপক্ষে জয়ের দেখা পেল পর্তুগাল, রোনালদোর নেতৃত্বে কাটল অভিশাপের ছায়া। জাতীয় দলের হয়ে ৪৭টি দেশের বিপক্ষে খেলা রোনালদো জার্মানির বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে কোনোবারই জেতেননি। পর্তুগালও ২৫ বছর ধরে জার্মানির বিরুদ্ধে ছিল জয়হীন।

মিউনিখের মাঠে সেই হতাশার গল্প পাল্টে গেল এক রাতেই। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল। দলের দ্বিতীয় গোলটি করেছেন স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো, যেটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩৭তম গোল।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল জার্মানি। ৪৮ মিনিটে জশুয়া কিমিখের পাস থেকে গোল করেন ফ্লোরিয়ান ভির্টৎস। এরপরই ঘুরে দাঁড়ায় পর্তুগাল। রবার্তো মার্তিনেজ ভিতিনিয়াকে মাঠে নামিয়ে দেন রুবেন নেভেসের পরিবর্তে। এই বদলেই বদলে যায় খেলার রঙ।

৬৩ মিনিটে সমতা ফেরান বদলি খেলোয়াড় ফ্রান্সিসকো কনসেইসাও। আর ৬৮ মিনিটে নুনো মেন্দেজের বাড়ানো বল সহজেই জার্মানির জালে ঠেলে দেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি হয়ে গেলেন জার্মানির বিপক্ষে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডধারী খেলোয়াড়।

পর্তুগাল এরপর আর পিছিয়ে যায়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উদযাপন ছড়িয়ে পড়ে দলের মধ্যে। ম্যাচ শেষে কোচ রবার্তো মার্তিনেজ বলেন, “এই জয়টা আমাদের উপভোগ করতেই হবে। কারণ, এটা জার্মানির বিপক্ষে আমাদের প্রথম জয়।”

আজ রাতেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। বিজয়ীর সঙ্গে রোববার ফাইনালে লড়বে ফর্মে থাকা রোনালদোদের পর্তুগাল। কিন্তু ফাইনাল যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি স্বস্তির বিষয়, জার্মানদের বিপক্ষে অবশেষে পাওয়া জয়।

সম্পর্কিত খবর :

;