পিএসএল ২০২৫-এর তৃতীয় শিরোপা লাহোর কালান্দার্সের

পিএসএল ২০২৫-এর ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ৬ উইকেটে পরাজিত করে তাদের তৃতীয় শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কোয়েটা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০১ রান সংগ্রহ করে। জবাবে লাহোর ১৯.৫ ওভারে ২০৪ রান করে জয় নিশ্চিত করে। কোয়েটার পক্ষে ৪৩ বলে ৭৬ রান করেন হাসান নওয়াজ।
লাহোরের জয়ের নায়ক ছিলেন কুশল পেরেরা, যিনি ৩১ বলে ৬২ রানের ইনিংস খেলেন এবং ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটান জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা, যিনি ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলে ফাইনালের মাত্র ১০ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছে শেষ ওভারে ছয় ও চার মেরে জয় নিশ্চিত করেন। জয়ের জন্য লাহোরের শেষ ২০ বলে দরকার ছিল ৫৭ রান। সিকান্দার রাজা ৭ বলে ২ ছয় ও ২ চারে ২২ রান নিলে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাহোর। টুর্নােমেন্টে ৩৯৯ রান করে প্লেয়ার অব দ্য সিরিজ হন হাসান নওয়াজ।