‘পিএসজি আমাকে ছাড়াই ইতিহাস গড়বে, সেটাই ছিল নিয়তি' : এমবাপ্পে

ক্লাব ছাড়ার পরই পুরনো দল প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছে। অথচ যিনি গত এক দশক ধরে সেই ট্রফির জন্য লড়েছেন, সেই কিলিয়ান এমবাপ্পে ছিলেন না ঐতিহাসিক সেই ম্যাচে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পিএসজির হয়ে না খেলা এমবাপ্পের প্রতিক্রিয়াই এখন কৌতূহলের বিষয়।
সংবাদ সম্মেলনে ফ্রান্সের নেশনস লিগ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, এমবাপ্পে কৃতজ্ঞতা ও বাস্তবতাসম্পন্ন মনোভাবেই উত্তর দিলেন, “আমি আগেভাগে পিএসজি ছাড়িনি। আমার পথচলা ওখানে শেষ হয়েছিল। কোনো আফসোস নেই।”
৩১ মে মিউনিখে ইতিহাস গড়ে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপ সেরার মুকুট পরে পিএসজি। এই প্রথম ক্লাবটির শিরোপা জয়। এমবাপ্পে সে দলের অংশ হতে পারেননি ঠিকই, তবে তাঁর প্রতিক্রিয়া অসাধারণভাবে পরিপক্ব, “আমার চেষ্টার ঘাটতি ছিল না। কিন্তু এটাই বুঝি নিয়তি ছিল—আমি না থাকলেও ওরা জিতবে।”
পিএসজির জয়ে নিজে না থাকলেও খুশি এমবাপ্পে, “আমি খুশি, কারণ অনেক বছর ধরে ক্লাবটা এই স্বপ্নের পেছনে ছুটেছে। আমিও তো সেই যাত্রার অংশ ছিলাম। শুধু ফাইনাল বাদে আমি চ্যাম্পিয়নস লিগের সব পর্বেই খেলেছি পিএসজির হয়ে। এখন ওরাই ইউরোপের সেরা দল।”
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ৫-০ ব্যবধানে এমন একতরফা ফাইনাল সচরাচর দেখা যায় না বলেও মন্তব্য করেছেন ফরাসি ফরোয়ার্ড।
এদিকে রিয়াল মাদ্রিদে এসে এমবাপ্পের প্রথম মৌসুম কেটেছে হতাশায়। আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল এবং চার বছর পর দলটি শেষ করেছে একেবারেই ট্রফিশূন্যভাবে। নতুন ক্লাবে পুরনো স্বপ্ন, চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় বুক বাঁধছেন এমবাপ্পে।