Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

তিন রাত দুবাই বিমানবন্দরে ‘আটকে’ ছিলেন নাহিদ ও রিশাদ

বাংলাদেশ দলের সঙ্গে বুধবার দুপুরে দুবাই পৌঁছেছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে দলের বাকিরা বেরিয়ে গেলেও বিমানবন্দরে এই দুই ক্রিকেটারের কাটাতে হয়েছে প্রায় তিন রাত। ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতায় শুক্রবার রাত দুইটা পর্যন্ত দুবাই বিমানবন্দরেই আটকে ছিলেন তারা।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর গত ১০ মে পিএসএল থেকে ফেরা নাহিদ ও রিশাদ ঢাকায় ফিরেছিলেন দুবাই হয়ে। চার দিন বিরতির পর তারা আবার দুবাই যান সংযুক্ত আরব আমিরাত সফরে দলের প্রথম বহরের সঙ্গে। সেখানেই পড়েন এই বিড়ম্বনায়।

এখনও পরিষ্কারভাবে জানা না গেলেও, বিসিবির ধারণা—পিএসএলে খেলে ফেরার পথে ভিসা বা অনুমতিজনিত কোনো জটিলতা থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তাদের বিমানবন্দর থেকে ছাড়িয়ে আনতে আমিরাত ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হাইকমিশনকে বেশ বেগ পেতে হয়েছে। এই দুই ক্রিকেটারকে ছাড়াই বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।

এদিকে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আমিরাত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। দ্বিতীয় টি-টোয়েন্টি সোমবার, একই মাঠে একই সময়ে।

সম্পর্কিত খবর :

;