পিএসজির বিজয় উদ্যাপনে সহিংসতা, নিহত ২, আহত প্রায় দুই শতাধিক, গ্রেপ্তার ৫০০+

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির ঐতিহাসিক জয় উদ্যাপন ঘিরে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। এতে এখন পর্যন্ত ২ জন নিহত ও ১৯২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পুলিশ অভিযান চালিয়ে ৫৫৯ জনকে গ্রেপ্তার করেছে।
আজ রোববার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির প্রথম শিরোপাজয়ের পর প্যারিস ও আশপাশের এলাকায় শুরু হয় ব্যাপক উৎসব। তবে উদ্যাপন অচিরেই উত্তেজনায় পরিণত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ৫৫৯ জনের মধ্যে শুধু প্যারিস থেকেই ধরা হয়েছে ৪৯১ জনকে। তাঁদের মধ্যে ৩২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ২৫৪ জন প্যারিসের বাসিন্দা।
সংঘর্ষের সময় চঁপ এলিজে সড়কে ব্যাপক ভাঙচুর হয়। কিছু বাসস্টপ ভেঙে ফেলা হয় এবং দাঙ্গা পুলিশ লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
বিখ্যাত এই সড়কে হাজার হাজার পিএসজি সমর্থক জড়ো হয়েছিলেন। উদ্যাপন পরিণত হয় সহিংসতায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশজুড়ে আগুন লাগানোর শতাধিক ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে দুই শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য এবং ফায়ার সার্ভিসের ৭ জন কর্মী আহত হয়েছেন।