Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

পিএসএলে ফিরছেন সাকিব, লাহোর কালান্দার্সে যোগদানের সম্ভাবনা

প্রায় দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে আবার মাঠে ফিরছেন। সম্প্রতি দুবাইয়ে নিয়মিত অনুশীলনে দেখা মিলছিল তার, যা থেকে অনেকেই ধারণা করেছিলেন—ফেরার প্রস্তুতিই নিচ্ছেন তিনি। এবার সেই ধারণাই সত্যি হতে চলেছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। তার সাথে দেখা যাবে তরুণ লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনকেও।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। সাকিব ইতোমধ্যে প্রাথমিকভাবে বোর্ডের সঙ্গে অনাপত্তিপত্র নিয়ে আলোচনা করেছেন। বিসিবির এক সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে আবেদন করলে সাকিবকে অনাপত্তিপত্র দিতে কোনো বাধা থাকবে না। বিষয়টির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে লাহোর কালান্দার্স সাকিবকে স্কোয়াডে ভেড়ানোর ঘোষণা দেবে।

এর আগে পিএসএলে সাকিব খেলেছেন করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে। দুই দলের হয়ে ১৪ ম্যাচে ১৮১ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট।

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল পিএসএল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসায় আগামী শনিবার (নতুন সূচি অনুযায়ী) আবার মাঠে গড়াচ্ছে পিএসএল।

এদিকে, বিভিন্ন কারণে কিছু বিদেশি ক্রিকেটার শেষ ভাগে টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না। তাই দলগুলো এখন বিকল্প খেলোয়াড় নিয়ে স্কোয়াড শক্তিশালী করছে। সাকিবের অন্তর্ভুক্তিও সেই পরিকল্পনার অংশ।

এবারের পিএসএলে এখনো ৮টি ম্যাচ বাকি রয়েছে। লাহোর কালান্দার্সের লিগ পর্বের শেষ ম্যাচটি হবে আগামী রোববার। সবকিছু ঠিকঠাক থাকলে এবং বিসিবির অনাপত্তিপত্র হাতে পেলে, সেদিনই মাঠে ফিরতে পারেন সাকিব আল হাসান।
ছবিঃ ইএসপিএন ক্রিকইনফো

সম্পর্কিত খবর :

;