Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

মেসির জাদুতে নাটকীয় কামব্যাক, হার এড়াল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি। টানা তিন ম্যাচে জয় না পাওয়ায় চাপটা ভালোই জমে উঠেছিল। সেই চাপের বোঝা নামাতে ফিলাডেলফিয়ার মাঠে আজ নামল তারা—লক্ষ্য একটাই, ঘুরে দাঁড়ানো। মেসিও আগেভাগেই বলে দিয়েছিলেন, ‘সময়ের দাবি একতা, আর মাঠে প্রমাণ চাই!’ কিন্তু ম্যাচটা তো যেন চলছিল একেবারে উল্টো পথে!

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। এরপর ৮৬ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ৩-১, সেই পুরনো দুঃস্বপ্ন যেন ফের ফিরে আসছে! ঠিক তখনই এল সেই মুহূর্ত—৮৭ মিনিট, মেসির বাঁ পায়ের সেই বিখ্যাত ফ্রি-কিক! বক্সের বাইরে থেকে নেওয়া শটে মানবদেয়াল পেরিয়ে বল জড়ালো জালে। ফিলাডেলফিয়ার গোলকিপার রিক হাত ছুঁইয়ে দিলেও থামাতে পারলেন না। গোল! ব্যবধান কমে ৩-২।

মেসির গোলেই যেন নতুন প্রাণ পেল ইন্টার মায়ামি। অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে তেলাসকো সেগোভিয়া করলেন সমতাসূচক গোল। ৩-৩! হারের মুখ থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মায়ামি।

তবে এক পয়েন্ট পেলেও স্বস্তি মিলছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচে মাত্র একবার জিতেছে মেসির দল। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের কাছে জাল ফাঁড়িয়েছে ২৩ বার!

এমএলএসেও এখন টানা চার ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র আর ৩ হারে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া এক ম্যাচ বেশি খেলে ৩০ পয়েন্ট নিয়ে এগিয়ে।

অবস্থা সুবিধার নয়, তবে মেসির জাদুতে এখনও স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মায়ামি। এখন দেখার, এই কামব্যাক থেকে তারা সত্যিকারের ঘুরে দাঁড়াতে পারে কি না।

সম্পর্কিত খবর :

;