‘বিদায় বেনফিকা’— দি মারিয়ার ঘোষণা

বেনফিকা অধ্যায় শেষ করছেন আনহেল দি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় আর্জেন্টাইন তারকা নিশ্চিত করেছেন, চলতি মৌসুম শেষেই ক্লাবটি ছাড়ছেন তিনি।
৩৬ বছর বয়সী এই উইঙ্গার লেখেন, ‘এই জার্সিতে এটি আমার শেষ লিগ ম্যাচ। গর্বিত যে আবারও বেনফিকার হয়ে খেলেছি। এখনো একটি লক্ষ্য বাকি—কাপ ফাইনাল জেতা। রোববার আমরা মাঠে নামব সেই লক্ষ্যে, আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
গত রাতে পর্তুগিজ লিগের শেষ ম্যাচে ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে বেনফিকা। শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ায় ৮২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্তিং লিসবন, বেনফিকার পয়েন্ট ৮০—রানার্সআপ হয়েই মৌসুম শেষ তাদের।
এ নিয়ে হতাশা প্রকাশ করে দি মারিয়া বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পারিনি, সেটি কষ্টদায়ক। আমরা কঠোর পরিশ্রম করেছি, কিন্তু ফলটা যেমন চেয়েছিলাম, হয়নি।’
২০০৭ সালে বেনফিকার হয়েই ইউরোপে যাত্রা শুরু করেন দি মারিয়া। তিন মৌসুম পর রিয়াল মাদ্রিদ, এরপর ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস ঘুরে ২০২৩ সালে ফেরেন আগের ক্লাবে। দ্বিতীয় মেয়াদে এক বছরের চুক্তি করেছিলেন, যেটি বাড়ানো হচ্ছে না। জুনের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই বিশ্বজয়ী ফুটবলার।
কোথায় যাচ্ছেন, সেই ইঙ্গিত না দিলেও বেনফিকার হয়ে তাঁর শেষ ম্যাচ হতে যাচ্ছে ২৫ মে, পর্তুগিজ কাপ ফাইনালে স্পোর্তিংয়ের বিপক্ষে।
তবে জুন পর্যন্ত চুক্তি থাকায় ক্লাব বিশ্বকাপে বেনফিকার তিনটি ম্যাচ (বোকা জুনিয়র্স, অকল্যান্ড সিটি ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে) খেলার সুযোগ থাকলেও, তাঁর খেলার সম্ভাবনা এখন ক্ষীণ।
দুই মেয়াদে বেনফিকার হয়ে ২১১ ম্যাচে মাঠে নেমে ৪৭টি গোল করেছেন দি মারিয়া, করিয়েছেন ৫৩টি, জিতেছেন ৫টি শিরোপা।