মিরাজ জানালেন পিএসএলে দল পাওয়ার নেপথ্যের গল্প

প্রায় আট বছর আগে সিপিএলে সুযোগ পেয়েও মাঠে নামা হয়নি মেহেদী হাসান মিরাজের। এবার সে অপেক্ষার অবসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন এই অফস্পিনিং অলরাউন্ডার।
জিম্বাবুয়ের সিকান্দার রাজা জাতীয় দলের ডাকে ইংল্যান্ডে যাওয়ায় তার পরিবর্তে মিরাজকে দলে নেয় লাহোর। সবকিছু ঠিক থাকলে ২২ মে করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে অভিষেক হতে পারে তার। এর আগে ২০ মে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন মিরাজ।
দল পাওয়ার গল্প জানিয়ে মিরাজ বলেন, "২-৩ দিন ধরেই কথা হচ্ছিল। আমার ম্যানেজার যোগাযোগ করছিল। ওরা জানতে চায় আমি ফ্রি কি না। বলি, হ্যাঁ, আমি ফ্রি, নিলে খেলতে পারব।"
ফ্র্যাঞ্চাইজি লিগে এটা মিরাজের প্রথম মাঠে নামার সুযোগ। আগেও একবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু খেলতে পারেননি। এবার তাই তিনি দারুণ রোমাঞ্চিত।
"বড় একটা সুযোগ। বিভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে খেলে অভিজ্ঞতা বাড়বে, আত্মবিশ্বাসও আসবে। পিএসএল বড় একটা টুর্নামেন্ট, নিজের সেরাটা দিতে চাই," বলেছেন মিরাজ।
লাহোরের হয়ে এর আগে খেলেছেন রিশাদ হোসেন ও সাকিব আল হাসান। দলভুক্ত হওয়ার পর মিরাজ প্রথমেই কথা বলেছেন তাদের সঙ্গে। তিনি বলেন, "রিশাদ আর সাকিব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। দুজনই বলেছে দল, পরিবেশ—সব ভালো। অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।"