পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন, বললেন—‘মনে হচ্ছে আমি প্রস্তুত’

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে আজ (শনিবার) রাতে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাঠে নামবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
সর্বশেষ গত বছর নভেম্বরে টি-টেন লিগে খেলেছিলেন সাকিব। এরপর যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সময় কাটিয়ে ফেরার চেষ্টা করেন ক্রিকেটে। নিজ উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন করেন। পিএসলে লাহোর স্কোয়াডে খেলোয়াড় সংকট দেখা দিলে সুযোগ আসে সাকিবের, আর সেই সুযোগেই ফিরছেন মাঠে।
লাহোর কালান্দার্সের পক্ষ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বলেন, ‘আমি যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি। ক্রিকেট খেলতে পাকিস্তান আমার কাছে সব সময়ই ভালো একটা জায়গা। এখানে আবার আসতে পেরে ভালো লাগছে।’
রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের কানপুরে টেস্টে খেলেছিলেন সাকিব। এরপর ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় পড়েন। তিন দফা পরীক্ষার পর ছাড়পত্র পেলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হচ্ছিল না।
দেশে ফিরে রাজনীতি ও মামলার কারণে অনিশ্চয়তা আরও বাড়ে। এমন পরিস্থিতিতেই পিএসএলে ফিরছেন তিনি।
অনুশীলন শেষে সাকিব জানান, ‘আমি কয়েক ওভার বল করেছি ছন্দে ফেরার জন্য, আর যেটা চাচ্ছিলাম, সেটা পেয়েছি। অনেক দিন পর ম্যাচ খেলতে নামছি। তবে ব্যাট, বল, ফিল্ডিং—সব কিছুর প্রস্তুতিই নিয়েছি। মনে হচ্ছে আমি প্রস্তুত।’