"ভক্তদের কাছে আমি দুঃখিত", হাত দিয়ে গোল করার পর নেইমার

শৈশবেই ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে দেখা হয়েছিল নেইমারের। আর্জেন্টাইন এই গ্রেটের প্রভাব যে তার ক্যারিয়ারে আছে, সেটা অকপটেই স্বীকার করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর মতো এক গোল করতে গিয়ে উল্টো ফেঁসে গেলেন নেইমার। পেলেন লাল কার্ড, শুনতে হচ্ছে তীব্র সমালোচনাও।
ব্রাজিলিয়ান লিগে বোতাফোগো বনাম সান্তোসের ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। ৭৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচে সান্তোসের এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছিলেন বোতাফোগোর গোলরক্ষক, তবে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। সুযোগ বুঝে ডি-বক্সে ঢুকে পড়েন নেইমার। বলটি পায়ে নেয়ার আগেই প্রতিপক্ষ ডিফেন্ডার ক্লিয়ার করতে এগিয়ে আসেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে নেইমার হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন। রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে বলেন।
প্রায় দেড় মাস পর মাঠে ফিরেই লাল কার্ড দেখে হতাশ হয়ে আগেভাগেই মাঠ ছাড়েন নেইমার। আর তাঁর বেরিয়ে যাওয়ার মাত্র ১০ মিনিট পরই গোল করে জয় নিশ্চিত করে বোতাফোগো। ১-০ ব্যবধানে হারের ফলে ২০ দলের লিগে ১৮ নম্বরে নেমে গেছে সান্তোস।
মাঠের বাইরে নেইমার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, কেন তিনি এমনটি করলেন। লিখেছেন, “গোল করতে মরিয়া হলে অনেক সময় ভুল হয়ে যায়। সতীর্থদের ও ভক্তদের কাছে আমি দুঃখিত। ক্ষমা চাচ্ছি সবাইকে। যদি লাল কার্ড না পেতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট পেতাম। ওই ৩ পয়েন্ট আমাকে লিখে রাখা হোক।”
৩০ জুনেই নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সামনে মাত্র একটি ম্যাচ বাকি থাকলেও লাল কার্ডের নিষেধাজ্ঞায় সেটিতে খেলতে পারবেন না তিনি। ফলে, সম্ভবত এটাই ছিল সান্তোসের হয়ে নেইমারের শেষ ম্যাচ। তবে চুক্তি নবায়ন করলে ভিন্ন কথা, যদিও সেটি হবে কি না, এখনো অনিশ্চিত।