Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

আবারো লাল-সবুজের ডাক পেলেন ফাহামিদুল

ভারতের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে ছিলেন, কিন্তু জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে। সেই ফাহামিদুল ইসলাম আবারও ডাক পেয়েছেন জাতীয় দলে। এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ডাক পেয়েছেন।

আজ (শনিবার) সকালে এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছে ফাহামিদুলের ক্লাব ইতালির সিরি ডি’র দল ওলবিয়া কালসিও। ক্লাবটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো অফিসিয়াল চিঠি পেয়েছে তারা।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, “ওলবিয়া আনন্দের সঙ্গে জানাচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবারও ফাহামিদুল ইসলামকে জাতীয় দলে ডেকেছে। তাকে ৪ জুনের প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য চাওয়া হয়েছে।”

বাফুফে সূত্রে জানা গেছে, ৩১ মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পের জন্য শুরুতেই ফাহামিদুলকে চেয়েছিল ফেডারেশন। চিঠি পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ওলবিয়া সম্মতি জানিয়ে অনাপত্তিপত্র পাঠায়।

গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে থাকলেও, স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুলের। সে সময় কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এবার ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে চূড়ান্ত দলে থাকবেন কি না ফাহামিদুল সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত খবর :

;