২১ জুন ঢাকায় জামায়াতের জনসভা, ডিএমপিতে অনুমতির আবেদন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২১ জুন (শনিবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা আয়োজনের পরিকল্পনা করেছে। এজন্য তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতির জন্য আবেদন করেছে।
শনিবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, জনসভায় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সমমনা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও বলেন, অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণভাবে নির্ভর করছে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দের ওপর। এ বিষয়ে প্রস্তুতি চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ‘স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগ’-এর দাবিতে ঢাকায় বড় কর্মসূচি করেছিল জামায়াত। এরপর এই প্রথম তারা রাজধানীতে আবার বড় পরিসরে জনসভার উদ্যোগ নিচ্ছে।