ইশরাকের সমর্থকদের আজও অবরোধ কর্মসূচি

কয়েকদিন ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে ইশরাকের সমর্থকরা। আজও সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এছাড়া মৎস্য ভবন মোড়ও অবরোধ করা হয়েছে। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় যাতায়াতকারী নগরবাসী।
এরআগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে আল্টিমেটাম দেন ইশরাকের সমর্থকরা। এই আল্টিমেটামে সাড়া দেয়নি সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যমুনায় প্রবেশপথের কাছাকাছি কাকরাইল মোড়ে অবস্থান নেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। তবে তার আগেই পুলিশ যমুনার দিকে যাওয়ার পথ বন্ধ করে দেয়।
এরআগে গতকাল বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচিকালে ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান, আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দেন।