Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

এনসিপির যুব উইং 'জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ১৬ মে

আগামী ১৬ মে জাতীয় যুবশক্তি নামে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংয়ের। দুপুরে বাংলামটরে এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দল গঠনের পর থেকেই দেশের তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করেছি। ৬৪ জেলায় মানুষের সঙ্গে কথা বলে ও তথ্য সংগ্রহ করে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ গঠনের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনসংখ্যা ৪০ শতাংশের বেশি, যা শতাব্দীতে একবারই দেখা যায় এমন একটি সুযোগ। এই তরুণরাই দেশের ভাগ্য পরিবর্তনের মূল চালিকাশক্তি হতে পারে। তাই তাদের ঐক্যবদ্ধ করা জরুরি। এরই অংশ হিসেবে যুব সমাজকে নয়া রাজনৈতিক বন্দোবস্তে যুক্ত করতে যুব উইং গঠন করতে যাচ্ছে। গুলিস্তানের ২৩ আবরার ফাহাদ এভিনিউয়ে আগামী ১৬ মে শুক্রবার যুব উইং ‘জাতীয় যুবশক্তি’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, যেভাবে ছাত্রশক্তি অতীতে স্বৈরশাসন রুখে দেশের পরিবর্তনে ভূমিকা রেখেছে, ঠিক তেমনি জাতীয় যুবশক্তিও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

সম্পর্কিত খবর :

;