Search

Search

এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

চিন্তা করবেন না, আমরা স্প্যাম করি না!

চতুর্থ দিনের মতো ইশরাক সমর্থকদের নগরভবন ঘেরাও

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। সকাল থেকে তারা নগরভবনের সামনে ফটক আটকে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ফলে কোনো সেবাগ্রহীতা ভবনে ঢুকতে পারছেন না।

এরআগে আন্দোলনকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা এসে নগর ভবনের সামনে জড়ো হন এবং

‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’ লেখা বিভিন্ন প্লেকার্ড-ব্যানার নিয়ে স্লোগান দেন। "ঢাকাবাসী"র ব্যানারে এ কর্মসূচি পালনকালে নগর ভবনের প্রধান গেটে তালা ঝুলতে দেখা গেছে। কর্মসূচির কারণে সেবা প্রদান কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সেবাগ্রহীতারা দুর্ভোগে পড়েছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে।

এরআগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অনুষ্ঠিত হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। প্রশ্নবিদ্ধ সেই ভোটে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র হন। তবে গত ২৭ মার্চ ওই ফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে একটি নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গেজেটের পরেও শপথ বিলম্ব করা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করে ইশরাকের সমর্থকরা।

সম্পর্কিত খবর :

;